News update
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     
  • BFIU seeks bank records of ex-BB governors, deputies     |     
  • Wealth Concentration Creates Discrimination, Injustice: CA     |     

প্রথমবার জেমসের সঙ্গে মেহজাবীন মেহা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-13, 6:16am

000f54490df00e5abb39e95348d3f8f31d031faefe399db3-7bc8726044499dfbf92e2ad89a1614461755044181.jpg




জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে প্রথমবার একই মঞ্চে গান গাইলেন বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী মেহজাবীন মেহা। নিউইয়র্কের মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকা-বাংলাদেশী ফেস্টিভ্যাল বাংলা মেলা ২০২৫ জমকালো আয়োজনে গান শোনান এ দুই সংগীতশিল্পী।

অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন এ দুই শিল্পী। নিউইয়র্কের মিশিগানে এক মঞ্চে জেমসের সঙ্গে প্রথমবার গান গাইতে পেরে উচ্ছ্বসিত তরুণ এ শিল্পী।

সংবাদমাধ্যমে মেহজাবীন মেহা বলেন,জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো একই মঞ্চে গান করেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত। এ মুহূর্ত আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মেহজাবীন মেহা আরও বলেন,মিশিগানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে আরও অনেক গুণী শিল্পীরা ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেয়া তারকা প্রসঙ্গে গায়িকা বলেন,সাজ্জাদ পারভেজ ভাইয়া এসেছেন বাংলাদেশ থেকে। তার সঙ্গেও এটা আমার প্রথম শো। আরও ছিলেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী। এছাড়া গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি।

সবশেষে মেহা জানান,ভালো ভালো কাজ করতে চান তিনি। দর্শকদের কিছু মৌলিক গান উপহার দিতে চান। নতুন গান তৈরির কাজ চলছে। খুব শিগগিরই কয়েকটি নতুন গান আসবে তরুণ এ সংগীতশিল্পীর।