News update
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     

জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-18, 7:25am

197b4bab45765c60d11f554593c09112000724ea07e72998-9009f0cf9b7f0b7280178a3e7e5bd2291755480329.jpg




গত ১৫ আগস্ট ফরাসি লিগ শুরু হলেও, লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচ ছিল রোববার (১৭ আগস্ট)। ন্যান্টসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই ১-০ গোলের জয় পেয়েছে এনরিকের দল।

পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা। যেখানে পিএসজি ১৮টি শট নিয়েছে, সেখানে ন্যান্টস নিয়েছে মাত্র ৫টি শট।

তবে এতো আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষকের কারণে গোলের দেখা পাচ্ছিল না পিএসজি। একের পর এক সেভ করে ন্যান্টসকে বাঁচিয়ে দিচ্ছিলেন দলটির ফরাসি গোলরক্ষক লোপেজ। ফ্রান্সে জন্ম হলেও জাতীয় দল হিসেবে অ্যান্টনি লোপেজ খেলেছেন পর্তুগালের হয়ে।

এতো সেভ করেও শেষ পর্যন্ত রক্ষা আর হয়নি। ম্যাচের ৬৭তম মিনিটে ভিতিনহার গোল ব্যবধান গড়ে দেয়। আর এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জয়ীরা।

আগামী সপ্তাহে লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সেটি হবে তাদের নতুন মৌসুমে প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচ।