News update
  • OIC Resolution to Address Israeli Aggression Against the Palestinian People      |     
  • 1,000+ Dead in Clashes Between Syrian Forces and Assad Loyalists     |     
  • Eid shopping rush in Dhaka despite rising prices      |     
  • Bangladeshi firms join hands with US telecom giant Starlink     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ Sunday morning     |     

কবি গোলাম মাওলা জসিমের ‘বৃক্ষ সোনা’ বইয়ের মোডক উন্মোচন

বইপত্র 2022-04-06, 11:32pm

bikko-sona-phota-ff72c9cf6d7d2fe5f6c0df7265d9a2c41649266362.jpg

brikko sona phota



কবি গোলাম মাওলা জসিমের প্রকৃতি ও পরিবেশের উপর লিখা ‘বৃক্ষ সোনা’ বইয়ের মোডক উন্মোচন শুক্রবার (১ এপিল) বীজন নাট্যগোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উন্মোচন করেন অভিনেতা শেখ আনিস মন্জুর সেন্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চমুকুট নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আশরাফুল করিম সৌরভ, বীজন নাট্যগোষ্ঠীর সভাপতি মোশারফ ভুঁইয়া পলাশ, সাধারাণ সম্পাদক আহমেদ কামাল আফতাব, মঞ্চাভিনেতা মান্নান হিমেল ও মো. শাহীন আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষের মেধা ও মনন বিকাশে বইয়ের কোন বিকল্প নেই। এ ভার্চুয়াল যুগে মানুষকে বইমুখী করতে গোলাম মাওলা জসিমের লিখা বইগুলো ভূমিকা রাখবে।’

সংবদ প্রেরক, মোশারফ ভূঁইয়া পলাশ, মোবাইল: ০১৭১১-০১১৮৬৩