News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

এশিয়ান পেইন্টস প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো নন-স্টিক পেইন্ট

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-02-14, 10:49am

img_20250214_104755-58fb9a4bbffefccb5c7ddc00d3d6e2671739508574.jpg




বাংলাদেশের রঙের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে এশিয়ান পেইন্টস। বাড়ি রাঙাতে এখন আর সাধারণ প্লাস্টিক পেইন্টের ওপর নির্ভর করতে হবে না। কেননা এশিয়ান পেইন্টস নিয়ে এসেছে আল্ট্রা নন-স্টিক ইমালশন (Ultra Nonstick Emulsion), যা রঙের প্রযুক্তিতে নতুন মান স্থাপন করেছে। নতুন এই উদ্ভাবনী, উন্নত ও আধুনিক প্রযুক্তি হাজির করে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করেছে, তারা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আল্ট্রা নন-স্টিক ইমালশন সাধারণ প্লাস্টিক পেইন্ট থেকে একেবারে আলাদা। এটি দেয়ালে দাগ বা ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল পরিষ্কার করা নিয়ে থাকতে পারেন একদম দুশ্চিন্তামুক্ত। আরও চমকপ্রদ বিষয় হলো, এই পেইন্ট পাওয়া যাচ্ছে প্লাস্টিক পেইন্টের সমান মূল্যে।

আল্ট্রা নন-স্টিক পেইন্টের ইন্টেরিয়র ভ্যারিয়েন্ট সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় প্রদান করে ৫ গুণ বেশি মসৃণতা, ২ গুণ বেশি উজ্জ্বলতা এবং আরও প্রাণবন্ত রঙের শেড, যা দেয় দেয়ালের নিখুঁত ফিনিশিংয়ের নিশ্চয়তা। এর সঙ্গে আরও রয়েছে ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি।

এই পেইন্টের এক্সটেরিয়র রেক্স বয়েছে আরও এক ধাপ এগিয়ে, যেখানে ব্যবহৃত হয়েছে ডার্ট পিক আপ রেজিস্ট্যান্স (DPUR) ও ওয়েদারগার্ড (Weatherguard) প্রযুক্তি। এই প্রযুক্তি যেকোনো আবহাওয়াতে দেয়ালের ক্ষতি হতে দেয় না এবং বাহিরের দেয়াল থাকে সম্পূর্ণ দাগহীন। এমনকি, এই এক্সটেরিয়র পেইন্টেও ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি রয়েছে।

এশিয়ান পেইন্টস বিশ্বাস করে যে, এই উদ্ভাবনী ইমালশন ঘরের ভেতরের ও বাইরের উভয়ের দেয়ালের জন্যই নতুন যুগ শুরু করেছে। তাই গ্রাহকদের উদ্দেশ্যে তাদের প্রশ্ন: ‘এশিয়ান পেইন্টস-এর নন-স্টিক পেইন্টের ভবিষ্যৎ যখন এখনই আপনার হাতের মুঠোয়, তবে প্লাস্টিক পেইন্টেই আটকে থাকবেন কেন?’