News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখুন পাঁচটি সহজ উপায়ে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-02-19, 8:04pm

retertre-0d892feaed5f362419a5d55ea292fd9c1739973879.jpg




হ্যাকাররা হোয়াটসঅ্যাপ থেকে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি আপনার পরিচয় ব্যবহার করে প্রতারণাও করতে পারে! কিন্তু কিছু সহজ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করলেই আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারেন।

নিচে ৫টি কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে আপনি হ্যাকারদের হাত থেকে বাঁচতে পারবেন।

১. টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification) চালু করুন। এই অপশনটি চালু করতে হোয়াটসঅ্যাপের Settings>Account>Two-step verification নির্বাচন করুন। এখানে আপনি একটি পিন কোড সেট করতে পারবেন, যা শুধুমাত্র আপনি জানবেন। যখনই আপনি আপনার ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন, এই পিন কোডটি দেওয়ার জন্য আপনাকে বলা হবে।

এই যাচাইকরণ পদ্ধতি আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা যোগ করে। কেউ যদি আপনার SIM কার্ড চুরি করেও নেয়, তবুও আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না, কারণ পিন কোড ছাড়া লগ ইন করা সম্ভব নয়।

২. পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করুন। এই অপশনটি চালু করতে Settings>Account> Privacy>  Fingerprint lock অথবা Screen lock নির্বাচন করে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসকোড লক সেট করুন। এর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসকোড ব্যবহার করতে হবে।

এটি আপনার ব্যক্তিগত চ্যাট এবং তথ্য নিরাপদ রাখবে। আপনার ফোন অন্য কেউ ব্যবহার করলে তিনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না যদি না তিনি আপনার পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট জানেন।

৩. অজানা নম্বর থেকে মেসেজ খুলবেন না। অজানা বা সন্দেহজনক নম্বর থেকে আসা মেসেজ বা লিংক ক্লিক করার আগে সাবধানে চিন্তা করুন। এ ক্ষেত্রে, কোনো ধরনের ফিশিং বা স্ক্যাম হতে পারে। সাধারণত, স্ক্যামাররা অজানা লিংক পাঠায় যা ক্লিক করলে আপনার তথ্য চুরি বা ক্ষতি হতে পারে।

কিছু স্ক্যাম মেসেজ বা ফিশিং অ্যাটাক আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি। এমনকি, আপনি যদি কোন অজানা লিংক ক্লিক করেন, তা আপনার ডিভাইসকে ভাইরাস বা ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত করতে পারে।

৪. অটো ডাউনলোড অপশন বন্ধ করুন। এটি বন্ধ করতে  Settings>torage and Data>Media Auto-Download এ গিয়ে ছবি, অডিও, ভিডিও ও ডকুমেন্টের অটো ডাউনলোড অপশন বন্ধ করুন। এখানে আপনি নির্বাচিত করতে পারবেন কোন ধরনের মিডিয়া আপনার ডিভাইসে অটো ডাউনলোড হবে এবং কোনটি হবে না।

অনেক সময় অজানা বা সন্দেহজনক সোর্স থেকে ম্যালওয়্যার বা ভাইরাসযুক্ত ফাইল আসতে পারে। যদি অটো ডাউনলোড বন্ধ থাকে, তবে আপনি প্রথমে মিডিয়াটি পরখ করতে পারবেন, পরে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কি ডাউনলোড করবেন।

৫. গোপনীয়তা সেটিংস ঠিক করুন। এটি ঠিক করতে Settings>Account>Privacy-এ গিয়ে আপনার প্রোফাইল ছবি, লাস্ট সীন, স্ট্যাটাস এবং ‘About’-কে দেখতে পাবে, তা নিয়ন্ত্রণ করুন। আপনি এই সেটিংসটি ‘Everyone’, ‘My Contacts’, বা ‘Nobody’ হিসেবে নির্বাচন করতে পারবেন।

আপনার প্রাইভেসি সুরক্ষিত রাখার জন্য আপনি যাদের চেনেন বা বিশ্বাস করেন, তাদেরকেই আপনার তথ্য দেখানোর অনুমতি দিতে পারেন। অজানা বা অপ্রয়োজনীয় লোকদেরকে এসব দেখতে দেয়ার মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য বেরিয়ে আসতে পারে।

এই পদক্ষেপগুলোর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুরক্ষা বাড়ানো যাবে এবং আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে।