News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

শিশুদের বিনামূল্যে বাংলা ভাষা শেখার সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-02-21, 12:19pm

app-d2a57dc1d883fd21fb9951699df71cc71740118756.jpg




বর্তমান প্রজন্মের শৈশব কেটেছে বিকশিত প্রযুক্তির সান্নিধ্যে। সেই ধারাবাহিকতায় এখন শিশুদেরও সময় কাটছে ট্যাবলেট ও স্মার্টফোনের সংস্পর্শে। তাই ই-বুক, ভিডিও ও গেমের মাধ্যমে প্রথম হাতেখড়ি এখন আর অবাক ব্যাপার নয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুদের বাংলা বর্ণমালা ও শব্দ শেখাটাকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। ইতোমধ্যে অ্যাপেল ও অ্যান্ড্রয়ডের ফোনগুলোতে বেশ কিছু অ্যাপ রয়েছে, যেগুলোর শুধুমাত্র শিশুদের সহজপাঠের জন্যই তৈরি করা হয়েছে। চলুন, সেগুলোর মধ্য থেকে বাংলা ভাষা শেখার সেরা ১০টি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শিশুদের জন্য বিনামূল্যে বাংলা ভাষা শেখার সেরা ১০টি অ্যান্ড্রয়েড অ্যাপ

বাংলা ভাষা শেখার জন্য শিশুদের উপযোগী গুগল প্লে-স্টোরের ১০টি জনপ্রিয় অ্যাপস

কিন্ডারগার্টেন-শিশু শিক্ষা 

গুগল প্লে-স্টোরে কানেক্টেড সফ্টওয়্যার্স লিমিটেডের তৈরি এই অ্যাপটির রেটিং ৪.৫। ৩১ মেগাবাইট (এমবি) সাইজের ‘Kindergarten - শিশু শিক্ষা’ অ্যাপে বাংলা অক্ষরের পাশাপাশি সংখ্যা, ঋতু, মাস ও দিনের নামও শেখানো হয়।

সুন্দর সব ছবির পাশে স্পষ্ট বর্ণে পড়া যায় প্রাণী, পাখি, মাছ, নদী, ফল, ও ফুলের নাম। মজার কিছু গেমের মধ্য দিয়ে সাজানো ছোট ছোট যোগ, বিয়োগ, গুণ ও ভাগের অংক। এ ছাড়া আরও কিছু আকর্ষণীয় গেম রয়েছে পারিবারিক সম্পর্কের নাম ও নতুন নতুন শব্দ নিয়ে। মাতৃভাষা বাংলা ছাড়াও এখানে ইংরেজি ও আরবী বর্ণমালা শেখারও ব্যবস্থা রয়েছে। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন। 

হাতেখড়ি-বাংলা অ্যালফাবেট 

অফলাইনে ব্যবহারের ফিচার বিশিষ্ট এই অ্যাপটির জন্য প্রয়োজন বেশ বড় জায়গা; ৭৩ এমবি। এখন পর্যন্ত ৪.৪ রেটিং প্রাপ্ত অ্যাপটি বানিয়েছে সূর্যমুখী লিমিটেড। এর বিশেষত্ব হচ্ছে অক্ষর চেনার সঙ্গে সঙ্গে এখানে শব্দ গঠন ও বানানও শেখা যায়। আঙ্গুল দিয়ে স্ক্রিনের গায়ে লেখার ব্যবস্থা থাকায় এটি লিখন প্রশিক্ষণের জন্য অত্যন্ত কার্যকর।

প্রি-স্কুল বাচ্চাদের জন্য যথেষ্ট সহজ করে তৈরি করায় তারা নিমেষেই নতুন শব্দ বলতে ও লিখতে শুরু করে। এই মৌলিক দক্ষতা অর্জনে সহায়ক হওয়ায় ‘Hatekhori (Bangla Alphabet)’ বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদের কাছেও এটি জনপ্রিয়তা পেয়েছে। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

বাংলা অ্যালফাবেট-শিশু শিক্ষা 

স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, ধারাপাত, ও ছড়া শেখার জন্য আদর্শ এই অ্যাপের নির্মাতা বাইনারি সফ্টওয়্যার। এর ৩০ এমবি জায়গার মধ্যে একীভূত করা হয়েছে শিশুদের প্রাথমিক শিক্ষার বিচিত্র উপাদান। প্রতিটি বর্ণের উচ্চারণের জন্য এতে আছে কার্টুন ছবি ও মজার অডিও। সহজবোধ্যভাবে স্থান সঙ্কুলান হয়েছে মানবদেহের পরিচিতি, পশুপাখির নাম ও জাতীয় দিবসের মতো সাধারণ জ্ঞানের। কুইজ বা প্রশ্নোত্তর ধারা ক্রমান্বয়ে শিশুর শেখাকে অদম্য উচ্ছ্বাস ও উদ্দীপনায় পরিণত করে।

সাবলীল ইন্টারফেস এবং বিভিন্ন ফাংশনগুলোর কার্যকারিতার বিচারে রিভিউদাতাদের কাছ থেকে ‘Bangla Alphabet-শিশু শিক্ষা’ অ্যাপটি ৪.৪ রেটিং অর্জন করেছে। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

বর্ণমালা-অ্যালফাবেট লার্নিং 

বাংলা ও ইংরেজি বর্ণমালা এবং গণনা শেখার জন্য এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম। ২৭ এমবির এই অ্যাপটি তৈরি করেছে ড্রিম জার্নি। বাংলা-ইংরেজি উভয় ভাষাতে বর্ণ চেনার পাশাপাশি আছে ছবির মাধ্যমে বাক্য গঠনের অনুশীলনের সুবিধা। আরও আছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গণনা, রঙ ও ঋতুর নাম, এবং ৭ দিন ও ১২ মাসের নাম। এগুলোর প্রতিটির সঙ্গে রয়েছে স্পষ্ট অডিও। এমনকি সহজ ভাবে চিঠি লেখার অনুশীলনেরও ব্যবস্থা আছে। ব্যবহারকারিদের পর্যালোচনায় ‘বর্ণমালা - Alphabet Learning’ অ্যাপটির বর্তমান রেটিং ৪.৩। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

কিডস লার্ন বাংলা অ্যালফাবেট 

বাংলা লেখায় দক্ষতা অর্জনের আরও একটি নির্ভরযোগ্য উপায় এই ডিজিটাল মাধ্যমটি। এতে আঙুলকে চকের মতো করে অক্ষরের উপর হাত ঘুরানো যায় এবং ডাস্টারের মতো তা আবার মুছে ফেলা যায়।

টপঅফস্টেক সফ্টওয়্যার লিমিটেডের এই পরিষেবাটিতে প্রতিটি বর্ণের সঙ্গে প্রাসঙ্গিক চারটি ছবি, শব্দ ও অডিও দেওয়া থাকে। শিশুরা আনন্দের সঙ্গে বর্ণ দিয়ে ছবি ও ছবি দিয়ে বর্ণ খোঁজার খেলায় মেতে ওঠে। এখানে ধারাপাত এবং ছোট ছোট গাণিতিক হিসেব নিকেষ শেখারও ব্যবস্থা আছে। মানবদেহের পরিচিতি, পরিবেশ শিক্ষা (পাখি, পোকামাকড়, জীবজন্তু)-এর সঙ্গে স্থান পেয়েছে স্মৃতিশক্তি বিকাশের দারুণ কিছু গেম।

এর নজরকাড়া অ্যানিমেশন এবং সহজাত ইন্টারফেসের কারণে অ্যাপটির সঙ্গে নিমেষেই প্রি-স্কুল বাচ্চারা অভ্যস্ত হয়ে ওঠে। রিভিউদাতাদের নিকট থেকে ৪.২ রেটিং প্রাপ্ত ‘Kids Learn Bangla Alphabet’ অ্যাপের সাইজ ৩০ এমবি। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

বাংলা অ্যালফাবেট-বর্ণপরিচয়

অক্ষর চেনানোর সঙ্গে সঙ্গে লিখতে পারার দক্ষতা বৃদ্ধির এই ডিজিটাল প্রয়াসটি সম্পূর্ণ অফলাইন ভিত্তিক একটি অ্যাপ। স্কুল ও কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের জন্য বিশেষভাবে অ্যাপটি তৈরি করেছে মাম্তা সফ্ট টেক।

৬২ এমবির বেশ বড়সড় ‘Bangla Alphabet -বর্ণপরিচয়’ অ্যাপে রয়েছে অ্যানিমেশন ও শব্দ উচ্চারণসহ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের পাঠ। এখানে শিশুরা বর্ণ ও সংখ্যার উপর আঙুল ঘুরিয়ে লেখার অনুশীলন করতে পারে। নান্দনিক গ্রাফিক্সের বর্ণীল পরিবেশনা বাচ্চাদেরকে দীর্ঘক্ষণ এই আনন্দপূর্ণ পড়াশোনার মধ্যে নিবদ্ধ রাখে। কার্যকারিতা ও ইন্টারফেস সামগ্রিক বিচারে অ্যাপটির অর্জিত রেটিং ৪.২। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

ছোটদের বাংলা বর্ণমালা ও কবিতা

প্রাণবন্ত কার্টুন গ্রাফিক্স ও আকর্ষণীয় অডিওর সংমিশ্রণে এই অ্যাপটি বানিয়েছেন মো. তৈয়োবুর রহমান। বাংলা ভাষায় ছোটদের হাতেখড়ির জন্য অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটির সাইজ ২৬ এমবি।

বাংলা অক্ষরের সঙ্গে মজার মজার ছড়া ও কিছু হাল্কা শরীর চর্চা এর মূল বিশেষত্ব। এখানে প্রতিটি বর্ণকে সাজানো হয়েছে আকর্ষণীয় ছড়া ও গল্পের মাধ্যমে। কোনও একটি অক্ষরের অডিও বেজে ওঠার বাচ্চারা সে অক্ষরটি পরম কৌতূহল নিয়ে খুঁজে বের করে। এরকম নানা গঠনমূলক গেম দিয়ে পরিপূর্ণ থাকায় ‘ছোটদের বাংলা বর্ণমালা ও কবিতা’ অ্যাপ বাচ্চাদের স্ক্রিন টাইমকে ফলপ্রসূ করে তোলে। কারিগরি দিক এবং ব্যবহারযোগ্যতার সর্বাঙ্গীন বিবেচনায় এখন পর্যন্ত অ্যাপটির সংগৃহীত রেটিং ৪.২। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

ছোটদের বাংলা শেখা

আরকেএস মোবাইল সলিউশনের তৈরি ‘ছোটদের বাংলা শেখা’ অ্যাপের সাইজ ৬০ এমবি। ৪.১ রেটিং প্রাপ্ত অ্যাপটি প্রি-স্কুল শিশুদের জন্য বর্ণমালা ও ধারাপাতের প্রাথমিক বিষয়গুলোকে সব এক প্ল্যাটফর্মে স্থান দিয়েছে।

শিশুরা এখানে ছবি দেখে শিখতে পারে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, সেই সঙ্গে অর্জন করতে পারে ১ থেকে ২০ পর্যন্ত গণনার দক্ষতা। চিত্রাঙ্কন, টাইপিং ও ছোট ছোট গাণিতিক অনুশীলন পাঠের পুরো সময়ে গেম খেলার অনুভূতি দেয়।

পাঠ্য শ্রেণিতে রয়েছে রঙ, আকার, বাংলা ও ইংরেজি দিন-মাস, পশুপাখি, ফলমূল ও সবজির ছবি সহ নাম। আরও আছে চিত্রসহ ছড়া এবং মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ, জাতীয় স্থাপনা, দিকনির্দেশনা ও কম্পিউটার সংক্রান্ত সাধারণ জ্ঞান। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

বাংলা কিড্স লার্নিং অ্যাপ 

৪.১ রেটিং এবং ৫৭ এমবি সাইজের এই অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান উর্ভা অ্যাপ্স। এখানে মাতৃভাষা বাংলার সঙ্গে রয়েছে ইংরেজিতেও শেখার ব্যবস্থা। উভয় ভাষাতেই শিশুরা শিখতে পারে বর্ণমালা, সংখ্যা গণনা, এবং প্রয়োজনীয় সাধারণ জ্ঞান।

শুধুমাত্র বর্ণ ও গণনার মাঝে সীমাবদ্ধ না থেকে ভাষা শিক্ষার বহুমুখী উপকরণগুলোকে শিশুদের জন্য উপযোগী করে সাজানো হয়েছে এখানে। এর বিস্তৃত তথ্যভান্ডারে রয়েছে সংখ্যা, সপ্তাহের দিন, মাস, ফল, সব্জি, পশুপাখি, যানবাহন, নদী ও রঙের নাম। আছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের নিয়ম এবং দৈনন্দিন শরীর চর্চার পাঠ। আকষর্ণীয় গ্রাফিক্স ও অডিও যুক্ত গেমগুলো শেখার আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। অফলাইন সুবিধা থাকার কারণে ‘Bangla Kids Learning App’ অ্যাপ ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

আদর্শলিপি বই-উচ্চারণসহ

মাত্র ১৭ এমবির এই অ্যাপটি এই তালিকার সবচেয়ে ছোট এবং ন্যূনতম চার রেটিং-এর ডিজিটাল পরিষেবা। এই এতটুকু জায়গার মধ্যে নির্মাতা গো অ্যাপ্স বিডি বাংলা ভাষার যাবতীয় প্রাথমিক সরঞ্জামকে একত্রিত করেছে। ছবির সঙ্গে প্রতিটি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এবং সংখ্যার পাশে রয়েছে সঠিক উচ্চারণের অডিও। একই ভাবে সুবিন্যস্ত করা হয়েছে প্রাণী, পাখি, ফুল-ফল, দিন, মাস, বছর, ও ঋতুর পরিচিতি।

‘আদর্শলিপি বই- উচ্চারণ সহ’ অ্যাপের সার্বিক আয়োজন শুধু বাংলাতেই নয়, সংযোজিত করা হয়েছে ইংরেজিতেও। পুরো প্ল্যাটফর্মকে দেওয়া হয়েছে গেমিং আবহ, যা শিশুদের চিন্তাশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশের জন্য সহায়ক। ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

সবশেষ, গুগল প্লে-স্টোরের এই শীর্ষ ১০টি বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপ ছোটদের বাংলা বর্ণমালা শেখার জন্য অত্যন্ত যুগোপযোগী উপায়। তন্মধ্যে ৪.৫ রেটিং নিয়ে সবথেকে এগিয়ে থাকা অ্যাপটি ‘কিন্ডারগার্টেন - শিশু শিক্ষা’। ন্যূনতম চার রেটিং নিয়ে সর্বনিম্নে থাকা অ্যাপটি ‘আদর্শলিপি বই - উচ্চারণ সহ’। বাকি ‘বাংলা অ্যালফাবেট - শিশু শিক্ষা’ থেকে শুরু করে ‘বাংলা কিড্স লার্নিং’ পর্যন্ত প্রতিটি অ্যাপই ছোটদের বাংলা ভাষা শিক্ষায় সমান অবদান রাখছে। সর্বপরি, শিশুর প্রথম শেখার মুহূর্তগুলোকে এই মোবাইল ফোন প্রযুক্তি ভরিয়ে তুলছে আনন্দময় অভিজ্ঞতায়। তথ্য সূত্র এনটিভি।