News update
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     

বিদ্যুতের ‘সঞ্চালন ও বিতরণ সিস্টেম লস’ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৪ শতাংশে

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2022-06-10, 4:35pm

image-45582-1654838441-48073ccc37ed7c65bc4000b758e5797f1654857324.jpg




সরকারের গৃহীত নানা সময়োপযোগি পদক্ষেপের কারণেই বিদ্যুৎ খাতে সিস্টেম লস ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মুজিববর্ষে সরকার দেশের সকল নাগরিককে ১০০ ভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে।

গত ১০ বছরে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে সিস্টেম লস ১৪ দশমিক ৭৩ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ৯ দশমিক ৫৪ শতাংশে এসে দাঁড়িয়েছে।

২০১০-২০১১ অর্থবছরে বিদ্যুৎ খাতে সিস্টেম লস ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ। চলতি ২০২১-’২২ অর্থবছরের জানুয়ারিতে (সর্বশেষ হিসেব অনুযায়ী) এই সিস্টেম লস ৯ দশমিক ৫৪ শতাংশে নেমে এসেছে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে চলতি বছরের জুন-মাসে প্রকাশিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২’ থেকে এসব তথ্য জানা গেছে। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর বই-আকারে প্রকাশিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২’ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রদান করা হয়। 

অর্থনৈতিক সমীক্ষায় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিল্পায়ন ও দারিদ্র বিমোচনে বিদ্যুৎ খাতের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে বলা হয়, চলতি ২০২১-’২২ অর্থবছরের জানুয়ারি-২০২২ পর্যন্ত দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৬ মেগাওয়াটে। তবে, ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ২৫ হাজার ২শ’ ৮৪ মেগাওয়াট।

সমীক্ষার তথ্য অনুযায়ি, মাথাপিছু বিদ্যুৎ  উৎপাদনের পরিমাণ আগের চেয়ে বেড়ে হয়েছে, ৫৬০ কিলোওয়াট ঘন্টা। এছাড়াও, বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইন ৬ লাখ ১৯ হাজার কিলোমিটারে এবং গ্রাহক সংখ্যা ৪ কোটি ১৯ লাখে উন্নীত হয়েছে।

মুজিববর্ষে সরকার দেশের সকল নাগরিককে ১০০ ভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে উল্লেখ করে অর্থনৈতিক সমীক্ষায় জানানো হয়, এরপরও সরকার বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং সংস্কার ও পুনর্গঠনের কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারের ভিশন-২০৪১ অর্জনের লক্ষ্যে ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহপরিকল্পনা বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ কার্যক্রম পরিচালনা করছে। তথ্য সূত্র বাসস।