News update
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     

গ্রিড বিপর্যয়ের কারণ জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2022-10-06, 4:21pm




বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন গ্রিড বিপর্যয় অস্বাভাবিক ঘটনা না, এ রকম টেকনিক্যাল ফল্ট হতেই পারে। বিশেষ করে বহু পুরোনো সাব-স্টেশনগুলোর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেতেই পারে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের প্রাথমিক প্রতিবেদন আমদের হাতে এসেছে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কীভাবে আরও দ্রুততার সঙ্গে এসব বিপর্যের সময় ব্যবস্থা নেওয়া যায়, সেই পরিকল্পনা চলছে।

নসরুল হামিদ বলেন, আমরা জানি, এই বিপর্যয়ের কারণে গ্রাহকদের বিরাট অসুবিধা হয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। অনেক সময় অনেক ঘটনা ম্যান মেইড থাকে, অনেক সময় থাকে না। বিষয়গুলো ভেরি টেকনিক্যাল। যে প্রবলেমগুলো থাকে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত তো গ্রিড আনস্টেবল হয়নি। প্রতিবেদনে প্রাথমিক ধারণা পাওয়া গেছে, পরবর্তীতে আরও জানা যাবে। এই ঘটনার পরে দ্রুততার সঙ্গে, ১ ঘণ্টার মধ্যে স্টেবল করা শুরু হয়েছে। গত ২ বছরে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এই ঘটনা আমাদের সতর্ক বাণী হিসেবে কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের বিভ্রাটের পরে যে তদন্তগুলো আমরা আগে করেছিলাম, সেগুলো মাথায় রেখে স্টেবল করার জন্য কাজ চলছে। আমরা আস্তে আস্তে অটোমোশনের দিকে যাচ্ছি। যত দ্রুত আমরা অটোমোশনের দিকে যাব, তত দ্রুত এ সব সমস্যা কমে আসবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।