News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

‘বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হচ্ছে’

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2024-03-09, 10:53am

rgereytyt-193231741584f86f93be85ff7dfdb3fd1709960048.jpg




অবৈধ ডামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ, জ্বালানির ও গ্যাসের দাম বাড়িয়ে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৯ মার্চ) সকালে বেইলি রোড এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় বিদ্যুৎ, গ্যাসের দাম কেন বাড়িয়েছে জানেন? কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। বিশ্বের কোথাও এর দাম বাড়ছে না।

রিজভী আরও বলেন, ডামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। ইউরোপীয় ইউনিয়নও তাদের প্রতিবেদন তুলে ধরেছে।

দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু ও তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।