News update
  • Khaleda Zia to Return Home Tuesday Morning     |     
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’র আয়োজক দম্পতি আটক

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-12-01, 3:11am

resize-350x230x0x0-image-201298-1669840580-1-11aec8028111c0777d2335bf4189cb7b1669842706.jpg




টাকা আত্মসাৎ, ভয়ভীতি দেখানো ও হুমকির অভিযোগে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর আয়োজক অপূর্ব আবদুল লতিফ এবং তার স্ত্রী আফসানা হেলালি জোনাকিকে আটক করা হয়েছে।

গত বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার পর তাদেরকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার।

তিনি জানান, অপূর্ব আবদুল লতিফ ও আফসানা হেলালি জোনাকি গুলশান থানাতেই আছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত ১১ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ‘মিসেস এশিয়া বাংলাদেশ’ খেতাব জিতে নেন খাদিজা আকতার রাহা। গত ২০ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল তার।

রাহার দাবি, থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া’র মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে গত ৮ নভেম্বর তার কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছেন অপূর্ব আবদুল লতিফ। পরবর্তীতে তিনি আরও ১৪ লাখ টাকা দিতে বলেন। টাকা দিতে রাজি না হওয়ায় ‘মিসেস এশিয়া’র মূল আসরে অংশ নিতে পারেননি রাহা। এরপর তার দেওয়া ৬ লাখ টাকা ফেরত চাইলে আয়োজন তা দিতে অস্বীকৃতি জানান। এমনকি তাকে হুমকিও দেন। বাধ্য হয়ে গত ২৭ নভেম্বর আয়োজকের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন রাহা। জিডি নম্বর ১৯৪৪/২৭-১১-২০২২। তথ্য সূত্র আরটিভি নিউজ।