News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

শৈত্য প্রবাহে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি মহিব

বিবিধ 2023-01-02, 9:14pm

blankets-being-distributed-among-people-of-kalapara-hit-by-cold-wave-62a71f1f6f421c26d4374596125b1ed01672672486.jpg

Blankets being distributed among people of Kalapara hit by cold wave



পটুয়াখালী: শৈত্য প্রবাহের শুরুতেই হিমেল হাওয়ায় যখন স্থবিরতা নেমে এসেছে পটুয়াখালীর কলাপাড়া উপকূলে ঠিক সেই মূহুর্তে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এমপি। 

রোববার দুপুরে তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরন করেন এবং শৈত্য প্রবাহে তাদের পরিবারের খোঁজ খবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, দপ্তর সম্পাদক অধ্যাপক মো. ইউসুফ আলী, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আ: মালেক আকন, টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা: হাবিবুর রহমান প্রমূখ।

এর আগে এমপি মহিব্বুর রহমান কলাপাড়া পৌরসভার সামনে ২০০ শীতার্ত মানুষ, লালুয়া ইউনিয়নের ২০০ শীতার্ত মানুষের মাঝে এবং বালিয়াতলী ইউনিয়নের ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন। 

সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার নির্বাচনী এলাকা রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন। তার এ কার্যক্রম নির্বাচনী এলাকা কলাপাড়া-রাঙ্গাবালীতে অব্যাহত থাকবে বলে জানা গেছে। - গোফরান পলাশ