Sand business obstructing road in Kalapara
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধার মানিক নদী মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এবং ১৫ ধারানুসারে এ জেল জরিমানা করা হয়।
বুধবার সন্ধ্যায় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ আদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলোে পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার মো: রশিদ এর পুত্র মো জীবন (৩৫), ফরিদপুর জেলার বোয়ালমারীর মো: হাবিবর মোল্লার পুত্র মো মনিরুল ইসলাম (৪২), বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের আবদুল বারেক মুসল্লীর পুত্র মো. রবিউল (৪৩), পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার আবদুল খালেক এর পুত্র মো. শাহীন (৫৫) ও রেজাউল (৪৫)।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খাজুরা বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত ৫ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম জেল দেয়া হয়।
তিনি আরও বলেন, বালু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। - গোফরান পলাশ