News update
  • PM Hasina departs for Thailand on six-day official visit     |     
  • Prolonged heat wave: Mango farmers in Rajshahi region alarmed     |     
  • Probe mass graves found at 2 Gaza hospitals Israel raided: UN      |     
  • Venezuela expels 10,000 from illegal gold mine, now closed     |     
  • Dhaka’s air quality unhealthy for sensitive groups     |     

ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তা ধর্মীয় ও নাগরিক অধিকার হরণ

মতামত 2022-02-13, 2:03pm

iab-jatiya-tafsir-parishad-c0ec42c7beefe90bba27ad6a713d03d01644739394.jpg

Jatiya Tafsir Parishad



ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তা করা ধর্মীয় ও নাগরিক অধিকার হরণ বলে মন্তব্য করেছেন জাতীয় তাফসীর পরিষদ-এর চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতী বাকি বিল্লাহ ও মুফতী শরীফউল্লাহ সামদানী।

আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ ভারতের কর্ণাটক প্রদেশের স্কুলে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এধরণের ঘটনা ধর্মীয় অধিকার ও নাগরিক খর্ব করার শামিল। তারা বলেন, হিজাবের অধিকার কেড়ে নেয়ার আখের ভাল হবে না। ভারতের সেক্যুলার সংবিধান অনুযায়ী নিজস্ব ধর্মীয় বিধান পালন ও পোশাক পছন্দের বিষয়টি একজন মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ও মুসলিমবিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের মতো সংবিধানবিরোধী নির্লজ্জ সিদ্ধান্ত নিয়েছে। এ ধরণের সিদ্ধান্ত থেকে হিন্দুত্ববাদী ভারত সরকারকে সরে আসতে হবে। অন্যথায় দেশে দেশে প্রতিবাদের দাবানল জ্বলে উঠবে। - জাতীয় তাফসীর পরিষদ