
২০২৫ সালের মর্যাদাপূর্ণ নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডসের শীর্ষ পুরস্কার জিতে নিয়েছে একটি নাচের ভঙ্গিতে থাকা গরিলা ছানার ছবি। রুয়ান্ডার ভিড়ুঙ্গা পর্বতমালার গহীনে ধারণ করা এই ছবিটি প্রকৃতির এক বিশুদ্ধ আনন্দের মুহূর্তকে ফ্রেমে বন্দি করেছে। যুক্তরাজ্যের ফটোগ্রাফার মার্ক মেথ-কোহন এই বিজয়ী ছবিটি তুলেছেন।
ফটোগ্রাফার মেথ-কোহন জানান, যেদিন তিনি ছবিটি তোলেন, সেদিন তারা আমাহোরো ফ্যামিলি নামে পরিচিত গরিলাদের একটি বড় দলের কাছাকাছি এসেছিলেন। গরিলা পরিবারটি বনের একটি খোলা জায়গায় জড়ো হয়েছিল, যেখানে প্রাপ্তবয়স্করা শান্তভাবে খাবার খুঁজছিল এবং ছোট গরিলাগুলো উৎসাহের সঙ্গে খেলায় মেতে ছিল।
মেথ-কোহন আরও বলেন, একটি তরুণ পুরুষ গরিলা বিশেষ করে তার অ্যাক্রোব্যাটিক্স দেখাতে আগ্রহী ছিল। সে পিরাউয়েট করছিল, ডিগবাজি খাচ্ছিল এবং উঁচু লাফ দিচ্ছিল। তার এই পারফরম্যান্স দেখা ছিল বিশুদ্ধ আনন্দের। আমি আনন্দিত যে এই ছবির মাধ্যমে তার চঞ্চল ও খেলার মনোবৃত্তি ফুটিয়ে তুলতে পেরেছি।
উল্লেখ্য, এই প্রতিযোগিতাটি ২০১৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে। যেখানে প্রকৃতি ফটোগ্রাফাররা বন্যপ্রাণী ডকুমেন্টেশন করার সময় ক্যামেরায় ধরা পড়া মজাদার মুহূর্তগুলো তুলে ধরার সুযোগ পান। চলতি বছর ১০৯টি দেশ থেকে ১০ হাজার-এর বেশি ছবি জমা পড়েছিল, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক সংখ্যক এন্ট্রি।
Copied from: https://rtvonline.com/