News update
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     
  • Sea erosion shrinking Sundarbans forests      |     

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ মণ জাটকা ইলিশসহ ১টি ট্রলার জব্দ

মৎস 2023-01-24, 11:05pm

coast-guard-seizes-trawler-along-with-illegally-netted-jatka-826a9c305bd33b2014ed3f247725270f1674579939.jpg

Coast Guard seizes trawler along with illegally netted Jatka.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী মোহনায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৫০ মণ জাটকা ইলিশসহ ১টি ট্রলার জব্দ করা হয়েছে। নিজামপুর কোস্ট গার্ড স্টেশন চিফ পেটি অফিসার মো: আরিফ মাহমুদ‘র নের্তৃত্বে মঙ্গলবার সকাল ১০টার দিকে আন্ধারমানিক নদী মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করে। 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি। কোস্টগার্ড জেলেদের ট্রলারটি ধাওয়া করলে তারা নিজামপুর খেয়াঘাটে এসে ট্রলারটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে জব্দকৃত মাছ  মহিপুর সহ উপকূলীয় এলাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায়, দুস্থ এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। 

নিজামপুর কোস্ট গার্ড এর স্টেশন চিফ পেটি অফিসার মো: আরিফ মাহমুদ বলেন, এ এলাকার কতিপয় জাটকা ব্যবসায়ী প্রায়শ:ই অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন কাজে লিপ্ত রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে সক্ষম হয়েছি। জাটকা নিধন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। - গোফরান পলাশ