News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়

মৎস 2025-09-11, 11:52pm

hilsa-fish-weighing-2-031cefdf9a01f322cab976dd003a2d071757613170.jpg

Hilsha fish weighing 2.5 kg sells at Taka 8,750 at Kuakata.



পটুয়াখালী: পটুয়াখালীর আলীপুরে এক জেলের জালে ধরা পড়লো ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য বন্দরের মনি ফিশে নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকা মণ দরে প্রতিকেজি ৩ হাজার ৫৫০ হাজার দরে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে গত সোমবার ৮ সেপ্টেম্বর কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে।

মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারীরা পিএম মূসা কিনে নেন। মাছটি গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠাবেন।

জেলে মাসুম বিল্লাহ জানান,  বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আজ দুপুরে আলীপুর   বাজারে নিয়ে আসার পরে নিলামে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি। 

কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী মূসা বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করে গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠাবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। - গোফরান পলাশ