News update
  • A Day of People-Centered Food System Storytelling!     |     
  • No evidence of postal ballot irregularities found: EC Sanaullah     |     
  • Bangladesh Bank injects Tk 9,178 crore to ease liquidity strain     |     
  • No LPG Shortage Expected During Ramadan: BERC Chairman     |     

পন্য বোঝাই ট্রাক, থ্রি-হুইলারের দাপটে যানজটের শহরে পরিনত হয়েছে কলাপাড়া

যোগাযোগ 2024-10-29, 12:20am




পটুয়াখালী: যত্র তত্র মোটর সাইকেল, রিকশা, অটো রিকশা, গাড়ি পাকির্ং সহ ইট, পন্য বোঝাই ট্রাক, পিক-আপ, থ্রি-হুইলারের দাপটে যানজটের শহরে পরিনত হয়েছে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহর। যেন কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেন না কেউ। এতে একদিকে সড়কে খানা খঁন্দক, অপরদিকে নাগরিকদের দুর্ভোগ বাড়লেও পৌরসভার কোন দৃশ্যমান অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে সমুদ্র উপকূলের এ শহরটি এখন যানজটের শহরে পরিনত হয়েছে। তবে পৌর প্রশাসক নারিকদের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেয়ার কথা বলছেন।

সূত্র জানায়, প্রতিদিন সকালে চিরচেনা এ পৌর শহরটির নতুন বাজার, ফলপট্রি, কলেজ রোড, লঞ্চঘাট সড়ক, জুতা পট্রি, মনোহর পট্রি, ওয়াপদা সড়কের দু’পাশের্^ দেখা যায় শত শত মোটর সাইকেল, অটো রিকশা, ইঞ্জিন ভ্যান অবৈধ পার্কিং করা রয়েছে। এরমধ্যে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য ছাড়াও যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত শত শত ভাড়াটে মোটর সাইকেল রয়েছে। এছাড়া ইট, পন্য বোঝাই ট্রাক, পিক-আপ, থ্রি-হুইলারের অবাধ চলাচলে যানজটের শহরে পরিনত হচ্ছে পৌর শহরটি। সড়কের তুলনায় যানবাহনের আধিক্য এবং ঘাতক যান থ্রি-হুইলারের অবাধ চলাচলে পায়ে হেঁটে চলাচল করাই অনেক সময় দুস্কর হয়ে পড়ে।

সূত্রটি আরও জানায়, শহরে নির্দিষ্ট কোন পর্কিং স্পট নেই। সোসাইটি সিনেমা হল এলাকায় একটি রিকশা ষ্ট্যান্ড থাকলেও সেটি বিক্রী করে টাকা পকেটস্থ করেছেন পৌরসভার সাবেক এক মেয়র। তবে শহরের কয়েক স্পটে ড্রাইভাররা অবৈধ পাকির্ং করছেন। অধিকাংশ গাড়ী পার্কিং করা হচ্ছে ব্যস্ততম বানিজ্যিক এলাকায়। ফেরীঘাট এলাকায় বাঁশ দিয়ে তৈরী করা পন্য বোঝাই পরিবহন নিয়ন্ত্রন কৌশলটিও এখন আর কোন কাজে আসছেনা। এর দু’পাশের্^ ভারী যান আটকে যানজট দেখা দিয়েছে। এছাড়া নিয়ন্ত্রনের দায়িত্বে থাকা ব্যক্তি সঠিক দায়িত্ব পালনা না করায় এমন অবস্থা দেখা দিয়েছে বলছে সূত্রটি।

পৌরসভা সূত্র জানায়, পৌরসভা এলাকায় পৌরসভার অনুমোদিত ২০০ রিকশা, ৬০০ মিশুক, ৫০০ অটো রিকশা, ৫০ ইঞ্জিন ভ্যান রয়েছে। তবে বাস্তবে এর সংখ্যা হবে দ্বিগুনের বেশী বলে জানায় স্থানীয়রা।

এ বিষয়ে কলাপাড়া পৌর প্রশাসক, কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ’নাগরিকদের দুর্ভোগ লাঘবে পৌরসভা কাজ করছে। ইতিমধ্যে পৌর এলাকায় পন্য বোঝাই ভারী যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ইট, পন্য বোঝাই ট্রাক, পিক-আপ, থ্রি-হুইলার প্রবেশ করা যাবে না। বিধি নিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনী অ্যাকশন নেয়া হবে।’ - গোফরান পলাশ