News update
  • BNP leader Ishraque sent to jail on treason charges      |     
  • Mob attack in Kyrgyzstan: Panicked BD students want to return home     |     
  • Helicopter carrying Iran President Raisi crashes, search on     |     
  • Jhenaidah-4 MP missing after going to India for treatment     |     
  • UN HR chief wants BD provide safety to fleeing Rakhine people      |     

নির্বাচনী রোডম্যাপ পরিস্থিতির সাথে অসম্পর্কিত -মুসলিম লীগ

রাজনীতি 2022-09-15, 8:02pm

bangladesh-muslim-league-15-september-meeting-pic-dd4470dcc9162a202699a209ea707ed61663250547.jpeg

Bangladesh Muslim League 15 September Meeting Pic



নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপ বিশেষত্বহীন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে অসম্পর্কিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। আজ (১৫ সেপ্টেম্বর, ২০২২) বাদ যোহর বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি এ্যড. নুরুল হক মজুমদারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় প্রধান কার্যালয়ে দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। নেতৃবৃন্দ বলেন, সকল রাজনৈতিক দলের আস্থা অর্জন করে অংশগ্রহণমূলক সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের কথা বললেও নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপে জনগণের আস্থা অর্জন করার মত কোন উপাদান ও বিশেষত্ব নেই। দফায় দফায় রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে অনুষ্ঠিত সংলাপের মতামত ও পরামর্শকে রোডম্যাপে গুরুত্ব দেয়া হয়নি। অধিকাংশ দল ও অংশীজনের ইভিএমে ভোটের বিপক্ষে দেয়া মতামতকে উপেক্ষা করে, সক্ষমতা না থাকা সত্ত্বেও অর্ধেক সংখ্যক আসনে ইভিএমে ভোট গ্রহণের পরিকল্পনা, কমিশনকে জনগণের নিকট স্বেচ্ছাচারী হিসাবে উপস্থাপন করছে। তাছাড়া অর্থনৈতিক সংকটের ভেতর নতুন করে ইভিএম ক্রয়, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের অগ্রহণযোগ্য পরিকল্পনা কোন ভাবেই মেনে নেয়া যায় না। প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাকে স্বাগত জানালেও নেতৃবৃন্দ বলেন, সিসি ক্যামেরার মনিটরিং ব্যবস্থা জনসম্মুখে প্রদর্শনীর আয়োজন ছাড়া এ বিশাল কর্মযজ্ঞ হবে “বজ্র আঁটুনি ফসকা গেরোর” মত।

প্রধান বক্তার বক্তব্যে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রধান শর্ত নির্বাচনকালীন সরকার বিষয়টির রাজনৈতিক ও সাংবিধানিক সমাধান ছাড়া নির্বাচনী রোডম্যাপ অসম্পূর্ণ ও গুরুত্বহীন। আরও বক্তব্য রাখেন দলীয় স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, দেশপ্রেমিক নাগরিক দলের চেয়ারম্যান আহছানউল্ল্যাহ শামীম, দেশ ও মানুষ বাচাঁও আন্দোলনের সভাপতি এ.কে এম রকিবুল ইসলাম রিপন, নেজামে ইসলামের চেয়ারম্যান মাওলানা ওবায়েদুল হক, মুসলিম লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, এড. আফতাব হোসেন মোল্লা ও শেখ আব্দুল কাইয়ূম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, কেন্দ্রীয় নেতা খান আসাদ, শেখ এ সবুর, আব্দুল খালেক প্রমুখ। সভা শেষে এ্যাড. নুরুল হক মজুমদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক, কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০