News update
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     
  • Arab-Islamic Summit yields limited action over Israeli strike on Doha     |     
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     

অখণ্ড ভারতের স্বপ্ন একসময় তাদের দুঃস্বপ্নে পরিণত হবে -মুসলিম লীগ

সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র স্থাপনের নিন্দা

রাজনীতি 2023-06-05, 12:58pm

adv-badruddoza-suja-president-and-adv-kazi-abul-khair-secretary-general-of-muslim-league-f58c5b3691ba589c766aebffecd719da1685948322.jpg

Adv Badruddoza Suja, president and Adv Kazi Abul Khair, secretary general of Muslim League



সম্প্রতি ভারতের নতুন পার্লামেন্ট ভবনে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমারের সীমানাকে যুক্ত করে অখণ্ড ভারতের মানচিত্রের ম্যুরাল স্থাপনে গভীর নিন্দা, ক্ষোভ, বিস্ময় ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। আজ (০৪ জুন, ২০২৩) দলীয় সভাপতি সাবেক এম.পি এ্যাড. বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের এক যুক্ত বিবৃতিতে বলেন, স্বাধীন-সার্বভৌম অনেকগুলো প্রতিবেশী রাষ্ট্রের মানচিত্র ও সীমারেখাকে বিলীন করে দিয়ে পার্লামেন্ট ভবনের মত গুরুত্বপূর্ণ স্থানে এরকম কাল্পনিক অখণ্ড ভারতের মানচিত্র স্থাপন করা চরম ধৃষ্টতা, চূড়ান্ত অশোভনমূলক, শিষ্টাচার লঙ্ঘন এবং দেশগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্বকে চরমভাবে হেয় করার শামিল।

বাংলাদেশের জনগণ দৃঢ় ভাবে বিশ্বাস করে ভারতীয় নাগরিকদের সংখ্যাগুরু অংশের এই অখণ্ড ভারত বিষয়ে কোন সম্পৃক্ততা বা সমর্থন নেই। ১৯৪৭ পরবর্তী অখণ্ড ভারত একটি কাল্পনিক বিষয় মাত্র। এখনো যদি কেউ অখণ্ড ভারতের দিবা স্বপ্ন দেখে থাকে, একসময় তা তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। ১৯৪৭ সালে মুসলিম জাতীয়তাবাদের প্রেরণা শক্তিতে যে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে সেই দেশের স্বাধীনতার সর্বশেষ রক্ষাকবচ হিসাবে মুসলিম জাতিসত্তাই আজীবন ভূমিকা রাখবে। যাদের মুসলিম জাতিসত্তার শক্তিমত্তা সম্পর্কে ধারণা নেই কেবল তারাই অখণ্ড ভারতের দিবা স্বপ্নে বিভোর। নেতৃদ্বয় অবিলম্বে ভারতের নতুন পার্লামেন্ট ভবন থেকে এই কাল্পনিক মানচিত্রের ম্যুারাল অপসারণের জোর দাবী জানিয়েছেন এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয় ভাবে এর ব্যাখ্যা দাবী ও প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি 

বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০