News update
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     
  • Nepal has first woman Prime Minister as March elections set     |     
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     
  • UN General Assembly Endorses New York Declaration on Two-State Solution     |     

২৮ অক্টোবর সমাবেশ সফল করুন - গণতন্ত্র মঞ্চ

সম্মানজনক পথে অনতিবিলম্বে পদত্যাগের ঘোষণা দিন

রাজনীতি 2023-10-23, 11:19pm

leaders-of-the-ganatantra-manch-had-a-meeting-a-the-central-office-of-the-nagorik-oikya-on-sunday-22-october-2023-3fb14b9f8c2a327658a5ccdbc81b25411698081559.jpeg

Leaders of the Ganatantra Manch had a meeting a the central office of the Nagorik Oikya on Sunday, 22 October 2023.



বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দ্রুত করার নির্দেশণা বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপের সামিল।

রোববার ২২ অক্টোবর দুপুর ১২ টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে  গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। মঞ্চের বর্তমান সমন্বয়ক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। 

সভায় গণতন্ত্র মঞ্চ, বিএনপি ও বিরোধীদলসমুহের আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে যেভাবে বিরোধীদলীয় নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সভায় বলা হয় দমন নিপীড়নের পাশাপাশি সরকার পরিকল্পিতভাবেই উসকানি ও সহিংসতার বিস্তার ঘটিয়ে চলেছে।কিন্তু এই পথে এবার আর গদি রক্ষা করা যাবেনা। 

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গায় থেকে বিরোধীদলের নেতা-কর্মীদের সকল মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন তখন দেশের বিচার বিভাগের স্বাধীনতা বলে আর কিছু থাকে না। এটা বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপের সামিল।তারা বলেন  সরকার যে বিচার বিভাগকে বিরোধীদের দমনে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায় এটা তার প্রমাণ বহন করে। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে  সরকার প্রধানের প্রতিশোধাত্বক এই ধরনের  রাজনীতি দেশের বর্তমান পরিস্থিতিতে সংকট কেবল আরো ঘনীভূতই করবে। 

নেতৃবৃন্দ আগামী ২৮ অক্টোবর ঢাকার সমাবেশে যে কোন ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে  সমাবেশ সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানান।

 নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানান এবং এই উৎসব যাতে শান্তিপূর্ণ উদযাপিত হউক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল দুপুর ১২ টায় ঢাকার অন্যতম পূজামণ্ডপ ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজারীদের সাথে প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করবেন।

সভায় আরো উপস্থিত ছিলেন  নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সিনিয়র যূ্গ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ সেলিম প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি