বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন এ কর্মসূচি দিলো দলটি।
মহাসমাবেশে হামলা, বাড়ি বাড়ি তল্লাশি, নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দিয়েছে দলটি।
আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই অবরোধের ডাক দেওয়া হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।