News update
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     

অবরোধ কর্মসূচীর সমর্থনে বাংলাদেশ লেবার পার্টির বিক্ষোভ মিছিল

রাজনীতি 2023-10-31, 10:10pm

bangladesh-labour-party-brought-out-a-procession-on-tuesday-in-support-to-3-day-blockade-called-by-the-bnp-and-its-allies-a420c5e58bb0b81d7e9358dab80e33f91698768656.jpeg

Bangladesh Labour Party brought out a procession on Tuesday in support to 3-day blockade called by the BNP and its allies. Photo - courtesy.



শান্তিপূর্ন মহাসমাবেশে হামলা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুক্তি, দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ নির্দলীয় সরকারের একদফা দাবীতে যুগপৎ আন্দোলনের দেশব্যাপী ৭২ ঘন্টা সর্বাত্মক সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসুচীর সমর্থনে প্রথম দিনে রাজধানীর রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ লেবার পার্টি।

মঙ্গলবার দুপুর ২টায় পল্টন মোড় থেকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে মিছিলটি পুরানা পল্টন, হাউজ বিল্ডিং, বায়তুল মোকাররম, ক্রীড়া পরিষদ হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

এতে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভোটারবিহীন শেখ হাসিনার সরকার আইন শৃংখলাবাহীনি ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শান্তির্পূন কর্মসুচী বানচাল করেছে। তারা জনগনের ভয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় পরিকল্পিত ভাবে সহিংস ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়। আমরা জনগনকে সাথে নিয়ে শান্তিপূর্ন ভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবো। জনগনের অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগন ঘরে ফিরে যাবে না। তিনি আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে শান্তির্পূন ভাবে রেলপথ সড়কপথ ও নৌপথে অবরোধ কর্মসুচী সফল করতে জনগনকে সাথে নিয়ে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহবান জানান। 

কর্মসুচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ-সম্পাদক রাসেল সিকদার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন ও দফতর সম্পাদক মোঃ শামিম হোসেন প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি