News update
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     

ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নূর হোসেনের ঋণ শোধ করতে হবে

রাজনীতি 2023-11-14, 9:34pm

workers-party-leaders-laying-wreath-to-recall-the-sacrifice-of-nur-hossain-93ce3ba6fc8783e8abb028faafee458a1699976041.jpeg

Workers Party leaders laying wreath to recall the sacrifice of Nur Hossain.



শণিবার ১০ নভেম্বর  শহীদ নূর হোসেন দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, নুর হোসেনের অপরাধ ছিল নুর হোসেন স্বৈরাচার বিদায় দিয়ে গণতন্ত্র চেয়েছিলেন, ভোটাধিকার চেয়েছিলেন  চেয়েছিলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। 

তিনি বলেন, নুর হোসেন সহ আরো অনেকের আত্নত্যাগের বিনিময়ে যে জনগণ বিজয়ী হয়েছিল আজ সেই জনগণকে পরাজিত করা হয়েছে। আমরা  সামরিক স্বৈরশাসক এরশাদ কে ক্ষমতা থেকে নামাতে পারলেও আজ বেসামরিক স্বৈরতন্ত্র দমনমূলক ফ্যাসিবাদী দুঃশাসনের পরিনত হয়েছে। 

তিনি বলেন, বর্তমান সরকার নুর হোসেনের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় টিকে থাকতে কর্তৃত্ববাদী,ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতাসীন দল দেশের অর্থ সম্পদ লুট করে ব্যক্তিগত বিত্ত বৈভবের পাহাড় গড়ে তুলছে। দেশের নাগরিক হিসেবে সাধারণ মানুষ সরকার  ও সরকারি দলের কাছে চরম অপমানিত ও মূল্যহীন হয়ে পড়ছে। 

তিনি বলেন,  নুর হোসেনের চেতনাকে সন্মান জানাতে হলে আজকের এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে  হবে। দেশের সকল অগণতান্ত্রিক আইন কানুন বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  গণতন্ত্র মঞ্চ, বিএনপি ও প্রায় সকল বিরোধী দল কে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে।  এই সংগ্রামের নূর হোসেন অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন। 

আজ সকালে শহীদ  নূর হোসেন স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর উপস্থিত নেতা কর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা  নুর হোসেন চত্বরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নুর হোসেনের চেতনাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ছাত্র সংহতির সভাপতি ফাইজুর রহমান মুনির, জোনায়েদ হোসেন,  যুব নেতা রিয়েল আহমেদ, নান্টু দাস, ফরিদ মিয়া প্রমুখ। 

বিপ্লবী ছাত্র সংহতির পক্ষ থেকেও শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি