News update
  • 2025: Resilient Economies, Smart Development, and More Jobs      |     
  • Dhaka rejects India's statement on incident at BD HC residence, New Delhi      |     
  • Stocks end lower; trading falls at DSE, improves at CSE     |     
  • No need to be kind to election disruptors: EC to law enforcers     |     
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     

গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া কোনো পথ নেই : নজরুল ইসলাম খান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-01-24, 6:45pm

fdhdfhdfhh-248b0cb0fa8b960cecc444b47c0b64751706100318.jpg




বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একদিকে বিপুল সংখ্যক মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত অবস্থায় আছে, অন্যদিকে কিছু মানুষ প্রতিদিন কোটি কোটি টাকা পাচার করছেন। দেশে গণতন্ত্র নেই বলেই জনগণের আজ এ বেহাল দশা। গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া সামনে আর কোনো পথ নেই।

বুধবার (২৪ জানুয়ারি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ভোটের প্রয়োজন না হওয়ায় জনগণের কথা ভাবছে না এ সরকার। জনগণের কোনকিছুতে কর্ণপাত করছে না তারা। জনগণকে আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।

এর আগে রাজধানীর বনানীস্থ কবরস্থানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতারা।

এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামাদলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, বিএনপি নেতা মো. আশফাকুল ইসলাম সরকার (মনু), জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ অনেকে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। দুদিন পর তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং বায়তুল মোকাররমে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।