News update
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     

দেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত রুখে দিতে হবে - ইসলামী আন্দোলন বাংলাদেশ

রাজনীতি 2024-09-25, 12:54am

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991727204065.png

Islami Andolan logo.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পাবর্ত্য চট্টগ্রামে সংঘাত ও সংঘর্ষকে কেন্দ্র করে সম্প্রতি চাকমারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে  স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করেছে। বর্তমান সরকার উৎখাত ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে। পতিত স্বৈরাচারী চক্র এসব ষড়যন্ত্রের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে মহবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চলমান পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, মুফতী কেফায়েতুল্লাহ কামফী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নূরুল ইসলাম আলআমিন, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, অধ্যাপক নাসির উদ্দিন খান।

তিনি বলেন, হিংসা বিদ্বেষ পরিহার করে সবাই মিলে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ভাগ্যাহত জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। স্বাধীনতা অর্থবহ হবে না। রাষ্ট্র সংষ্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি। - প্রেস বিজ্ঞপ্তি