News update
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     
  • Yunus Urges Lasting Reforms to End Vote Rigging     |     
  • Govt Cuts ADP to Tk2 Lakh Crore Amid Fiscal Pressure     |     
  • Home Adviser Urges Ansar Professionalism for Fair Polls     |     

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

রাজনীতি 2024-09-29, 11:05pm

mass-rally-of-islami-chhatra-andolan-in-kalapara-on-sunday-d4c9154537c1fd16a4344cb0784b72e31727629550.jpg

Mass rally of Islami Chhatra Andolan in Kalapara on Sunday



পটুয়াখালী:  জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল সড়যন্ত্রসহ ০৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের আট জন সনাতন ধর্মাবলম্বী মানুষ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

রবিবার বিকাল চার টায় প্রেসক্লাব চত্বর মাঠে গণ সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কলাপাড়া শাখার সভাপতি মুফতি মোঃ হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ’এই দল সকল ধর্মের, সকল মানুষের জন্য নিরাপদ। সে জন্য আজ হিন্দু, খ্রিস্টানসহ সহস্রাধিক মনুষ চরমোনাই পীরের দলে যোগ দিচ্ছেন।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, সকল বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি সহ ৯ দফা দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে প্রধান অতিথি আরও বলেন, ’বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ক্ষমতার পালাবদলে এক দল অন্য দলের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন।’

গনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্য মাওলানা সিরাজুল ইসলাম। এছাড়া বরিশাল, পটুয়াখালী, কলাপাড়ার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

গনসমাবেশ শেষে ইসলামী শিল্পী গোষ্ঠী কলরব এর শিল্পীরা ইসলামী সঙ্গিত পরিবেশন করেন। - গোফরান পলাশ