News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

শেখ হাসিনাকে ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন

রাজনীতি 2024-10-14, 10:44pm

leaders-of-ganatantra-manch-held-a-news-conference-on-the-price-hike-and-the-previling-situation-at-nagorik-oikya-office-on-monday-65c662b78cdbe0db62723720e31331051728924289.jpeg

Leaders of Ganatantra Manch held a news conference on the price hike and the previling situation at Nagorik Oikya office on Monday.



আজ (১৪ অক্টোবর ২০২৪) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া সহ গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারা পৃথিবীর মানুষের গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত করেছে। তারা শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত থাকেনি। সম্প্রতি তারা শেখ হাসিনার নামে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। যা ব্যবহার করে তিনি পৃথিবীর যেকোনো দেশে ভিসা আবেদন করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। শেখ হাসিনার মত গণহত্যার অভিযোগে অভিযুক্ত, শতাধিক হত্যা মামলার আসামীকে এই বিশেষ সুবিধা প্রদান জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যূত্থানের চেতনা পরিপন্থী। শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর পরও ভারতের সাথে সম্পর্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেশের জনগণের আকাঙ্ক্ষায় আঘাত করেছে। 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, সরকারকে অবিলম্বে গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় এবং ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর ব্যাপারে ভারতের কাছে আনুষ্ঠানিক জবাব চাইতে হবে। একইসাথে শেখ হাসিনা সহ ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপি, দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। 

আগামী ১৬ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি” নিয়ে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ। - প্রেস বিজ্ঞপ্তি