Ralli organised by Jamaat at Kalapara on Monday.
পটুয়াখালী : ২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনার নির্দেশে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মী হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার
সেক্রেটারি জনাব অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা হাবিবুর রহমান, পৌর আমির জনাব মাওলানা আমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি জনাব মোঃ মহিবুল্লাহ, উপজেলার সাবেক আমির ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এম এ খালেক ফারুকী।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ