News update
  • Magura rape victim buried; prime accused’s house torched     |     
  • Chuadanga hits season's highest temp amid mild heat wave     |     
  • 2007 Project Set to Complete in 2025      |     
  • Canada, EU swiftly retaliate against Trump's steel, aluminum tariffs     |     
  • Report sensitive events responsibly: Police HQ urges media     |     

সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-01-16, 3:16pm

6e19e816eeb44d2f65f437f3f8b5816aa095ee735a86560f-bf2069f51f4d8ff4c42fc8b0f1e0dbd61737019019.jpg




জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বিকেলে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে এক সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। এতে অংশ নেবে বিএনপি। ইতোমধ্যে সে প্রস্তুতিও শুরু করেছে দলটি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, অনুষ্ঠেয় সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে। এতে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দেবেন। সে লক্ষ্যে অল্প কিছু সময়ের মধ্যে তিনি নিজের গুলশানের বাসা থেকে রওনা হবেন।

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়।

বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

এ ছাড়া মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বদলীয় এ বৈঠকের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে।

উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট-প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে।

আরটিভি