সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পর যথা শিগগির নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পরে যথা শিগগির নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। আজকে খসড়া আলোচনা হয়েছে। এ বিষয়ে আবার ঐক্যমত কমিশনের সঙ্গে মতবিনিময় হবে, সেখানে আমাদের মূল প্রতিক্রিয়া জানাবো।
নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আরও বলেন, আমরা বলেছি আগে সংস্কারের বিষয়গুলো আসুক। আমরা ঐকমত্যে আসি। এরপর নির্বাচনের বিষয় আসবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। দেখি, সেটা কতটুকু এগোয়।
একইসঙ্গে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের সব পজিটিভ সিদ্ধান্তকে স্বাগত জানাবে জামায়াত।
আরটিভি