খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষের ঘটনা সরেজমিনে অনুসন্ধানের জন্য পর্যবেক্ষক দল পাঠিয়েছে জাতীয়তাদী ছাত্রদল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্র সংগঠনটি।
এতে বলা হয়, পর্যবেক্ষক দলে আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানা। তাদের কুয়েট পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, সকাল থেকে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আরটিভি