News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

কলাপাড়ায় থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে যুবদল

রাজনীতি 2025-02-19, 9:54pm

juba-dal-staged-a-human-chain-in-kalapara-on-wednesday-ec80a438610c430b24e1289978a13ba31739980483.jpg

Juba Dal staged a human chain in Kalapara on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে যুবদলের নেতারা। বাংলাভিশনের সাংবাদিক কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে ঘোষণা দেয়া হয়েছে। বুধবার সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম কুয়াকাটা পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি' যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারটেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, পৌর যুবদলের সভাপতি কাজী ফারুক, যুগ্ম আহবায়ক গাজী হানিফ, শ্রমিকদলের আহবায়ক মানিক ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ানুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিএনপির অঙ্গ সংগঠেনর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

সময় যুবদলের নেতারা সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় মহিপুর থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দিবেন বলেও জানান বক্তারা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, আসামি সনাক্তে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুয়াকাটার তুলাতলী সংলগ্ন নিজ বাসার সামনে হামলার ঘটনা ঘটে। আহত মিরন ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে ঢাকার একটি বাসায় রয়েছেন। - গোফরান পলাশ