News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

গাজা নিয়ে ট্রাম্পের উম্মাদনা সীমা ছাড়িয়ে গেছে; প্রতিফল ভালো হবে না

রাজনীতি 2025-02-23, 11:21pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991740331302.png

Islami Andolan logo.



ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় পাপ ইজরাইলের কারণে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে আছে। সভ্যতার এই উৎকর্ষতার কালেই সবচেয়ে নির্মম গণহত্যা দেখতে হয়েছে বিশ্ববাসীকে। হাজার হাজার শিশু ও নারী-পুরুষ হত্যার ঘটনায় আমেরিকা যেভাবে সহায়তা করেছে তাতে আন্তর্জাতিক আদালতে আমেরিকার শাস্তি হওয়া উচিৎ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিবেকবোধের পরিচয় দিয়েছে তার সামান্যতমও দেখাতে পারে নাই যুক্তরাষ্ট্রের সরকার।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজ্জা নিয়ে যে ভয়ংকর পরিকল্পনার কথা বলেছে তা কোন সুস্থ্য মানুষ চিন্তা করতে পারে না। ট্রাম্পের পরিকল্পর অসারতা এতোটাই পরিস্কার যে, তার অপরাধের দোসর পশ্চিমারাও এই চিন্তাকে আমলে নিতে পারছে না। আমরাও তার উদ্ভট চিন্তাকে বিবেচনায় নিচ্ছি না। তবে, সভ্যতার এই কালে কোন একটা জনগোষ্টি ও জনপদ নিয়ে এই ধরণের অসভ্য পরিকল্পনার কথা বলা স্পষ্টত মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ। মানুষকে মানবেতর বিবেচনা করার গুরুতর অপরাধ।

ডোনাল্ড ট্রাম্পের এহেন অপরাধের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সতর্কবার্তা জানিয়ে রাখছে। গাজা নিয়ে এহেন কোন পদক্ষেপের পরিণতি সামাল দেয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে না। কারণ মানবতার বিরুদ্ধে অপরাধ প্রাকৃতিক কারণেই দীর্ঘদিন করা যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো দায়িত্বশীল পদে থেকে কথা-বার্তায় সতর্ক হওয়া উচিৎ। যা ইচ্ছা তাই বলা থেকে বিরত থাকা উচিৎ এবং অবশ্যই মানবাধিকার ও ফিলিস্তিনের মানুষের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি সন্মান প্রদর্শন করা উচিৎ। - প্রেস বিজ্ঞপ্তি