News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

ঐক্যের মাধ্যমেই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ব : তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-09, 8:32am

taarek_rhmaan-30a8ff93f12417dba37440427477e31f1754706753.jpg




বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায়ে জয়ী হয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন।

আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই নির্বাচন হবে, এই বিষয়টি মাথায় রেখে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের ঐক্যবদ্ধভাবেই এগিয়ে যেতে হবে।

দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অন্যান্য নেতারা অংশ নেন।