News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান

- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

রাজনীতি 2025-09-02, 9:09pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991756825790.png

Islami Andolan logo



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার এক যুক্ত বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সেইসাথে আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে বাংলাদেশসহ বিশ্বমুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান তারা।

আজ গণমাধ্যমে প্রেরিত এক বিৃতিতে নেতৃদ্বয় বলেন, রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পে কুনার, নাঙ্গারহারসহ আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল তছনছ হয়ে ঘরবাড়ি ধসে অসংখ্য মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্যধারণের দোয়া করছি। আল্লাহ্ তাআলা এই বিপর্যস্ত মানুষদের রহমতের ছায়ায় আচ্ছাদিত করুন।

নেতৃদ্বয় আরও বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দুর্গত এলাকায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসব মানুষ মানবিক সহায়তার জন্য চেয়ে আছে বিশ্বের দিকে। তাই বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, যেন অবিলম্বে আফগানিস্তানের এই সংকটকালীন সময়ে হতাহত ও দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক সহায়তার হাত প্রসারিত করেন। একইসাথে আন্তর্জাতিক মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আফগানিস্তানের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিন।  

মানবতার এই মহাদুর্যোগে সমগ্র মুসলিম উম্মাহর উচিত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং আহত, আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। আমরা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুজাহিদ ও মজলুম জনগণের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আল্লাহ্র দরবারে ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন এ বিপর্যয় থেকে আফগান মুসলিম জনগণকে মুক্তি দেন। এবং দ্রুত এই মহাবিপর্যয় কাটিয়ে উঠতে পারেন। -প্রেস বিজ্ঞপ্তি