News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রত্যয় স্কীম বাতিল

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2024-08-04, 4:07pm

img_20240804_160745-14c98362c6338ddd7f25833f5a71e5031722766080.jpg




বিশ্ববিদ্যালয়, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত্ব, সাংবিধানিক বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কীমসহ সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়াত্ত্ব ও সমজাতীয় প্রতিষ্ঠানে প্রত্যয় স্কীম বাস্তবায়ন শুরু হয়।

তবে এসব প্রতিষ্ঠানের জন্য  এই স্কীম বাতিল ঘোষণা করলো সরকার।