News update
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     
  • Jamaat and allies set to begin seat-sharing discussions from Tuesday     |     
  • ACC sues ex-minister Obaidul Quader, 13 more over illegal flat     |     
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     

শিল্পকলা একাডেমিতে চলছে পাঁচ দিনব্যাপী পালাগানের উৎসব

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2023-10-03, 9:11am

image-108663-1696264488-9ed1c975cac1188567e8270e9d18530f1696302695.jpg




দেশের ৬৪ জেলায় পাঁচ দিনব্যাপী (১-১২ অক্টোবর) ১৪০ টি দলের পরিবেশনায় পালাগান উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে' এই  প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে একাডেমি।

উৎসবের উদ্বোধন হয় ১ অক্টোবর একাডেমির বাউলকুঞ্জে। 

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

১-৫ অক্টোবর পর্যন্ত চলা এ উৎসবে প্রতিদিন  সন্ধ্যা ৬ টায় একাডেমির বাউলকুঞ্জে এ আসর বসেছে। 

শিল্পকলা একাডেমি সূত্র জানায়, ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই পালাগানের বিস্তার। বাংলাদেশের সংস্কৃতিতে পালাগান বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণ স্বরূপ কাজ করে পালাগান। বাসস।