News update
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     
  • Yunus Urges Lasting Reforms to End Vote Rigging     |     
  • Govt Cuts ADP to Tk2 Lakh Crore Amid Fiscal Pressure     |     

দেশের উদ্বেগজনক পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্যই সমাধান -মুসলিম লীগ

সংগঠন সংবাদ 2022-02-01, 10:44pm

Muslim League pic 01 feb 2022



গত দুই বছর ধরে সর্বনাশা করোনা প্রকোপে বিপর্যস্ত জনগণের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সৃষ্ট আশংকাজনক বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ইত্যাদির যাঁতাকলে পড়ে মধ্য ও নিম্ন মধ্যবিত্তসহ প্রায় সকলেরই জীবন যাপন দুর্বিসহ হয়ে পড়েছে। কষ্টে থাকা সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর স্বস্তিতে থাকার নিতান্তই সাদাসিধা প্রত্যাশাটিও ক্রমেই তাদের কাছে রীতিমত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। বিভক্তির সর্বনাশা নীতিকে পরিহার করে জাতীয় ঐক্য সৃষ্টি করে সম্মিলিতভাবে এ মন্দা সময়ের মোকাবেলা করতে বর্তমান সরকার ব্যর্থ হলে, চলমান উদ্বেগজনক পরিস্থিতির দিনদিন আরও অবনতি হবে বলে মুসলিম লীগ মনে করছে।

পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সংসদ নেতা ও কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি খান এ সবুর এর ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ, প্রচার সম্পাদক শেখ আব্দুস সবুর, কেন্দ্রীয় নেতা এ্যাড হাবিবুর রহমান, মুসলিম ছাত্রলীগের সভাপতি নুরে আলম প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০