News update
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     

আজারবাইজানের ‘আগ্রাসনমূলক হামলা’ বন্ধে বিশ্বের প্রতি আর্মেনিয়ার আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-08-04, 2:55pm




আর্মেনিয়া আজারবাইজানের ‘আগ্রাসনমূলক হামলা’ বন্ধে বুধবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

বিতর্কিত নগোর্নো-কারাবাখ অঞ্চলে প্রতিবেশি এ দুই দেশের মধ্যে ব্যাপক সহিংসতার পর তারা এ আহ্বান জানালো। সেখানে সহিংসতায় তিন সৈন্য নিহত হন। 

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইয়ারভান আজারবাইজানের আগ্রাসনমূলক হামলা বন্ধে ও তাদের মনোভাব পরিবর্তনে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় কৌশল সক্রিয় করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।’ তথ্য সূত্র বাসস/এএফপি।