News update
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     

চীনের সম্প্রসারণশীল সাবমেরিন বহর, তাইওয়ানের প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-08-21, 8:17am




আক্রমণকারী রুশ বাহিনীকে “অন্তঃসারশূণ্য” করে ফেলা ও ভূখণ্ড পুনর্দখলের ইউক্রেনের সামরিক বাহিনীর প্রচেষ্টাটিতে শীঘ্রই নতুন গতিসঞ্চার হবে। তাদের জন্য যুক্তরাষ্ট্র ৭৭ কোটি ৫০ লক্ষ ডলারের এক নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের খবর জানিয়েছে।

পেন্টাগন শুক্রবার নিশ্চিত করেছে যে তারা নতুন এই প্যাকেজটি প্রস্তুত করছে। গত এক বছরে এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৯তম এমন সহায়তা প্যাকেজ। এই প্যাকেজে রয়েছে ইউক্রেনের কাছে থাকা ১৬টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হাইমার্স এর জন্য নতুন গোলাবারুদ, সাঁজোয়া বিধ্বংসী ব্যবস্থা ও তৎসংশ্লিষ্ট গোলা, রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মাইন অপসারণের সক্ষমতা।

এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সংবাদকর্মীদের বলেন, “এগুলো এমন সক্ষমতা যেগুলো ইউক্রেনের গতিশীলতা বৃদ্ধি করছে, যখন কিনা তারা বিশেষ করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের এই অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশের সম্মুখীন রয়েছে।” পেন্টাগনের প্রবর্তিত মূলনীতি মেনে ঐ কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এটি ইউক্রেনের যা দরকার, যখন দরকার, তাই সরবরাহ করার আমাদের প্রথাটিই অব্যাহত রাখছে। এটিই শেষ না।”

সর্বসাম্প্রতিক এই প্যাকেজের কেন্দ্রে রয়েছে ইউক্রেনের হাইমার্স এর জন্য আরও নিখুঁত গোলাবারুদ, যেগুলো গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (জিএমএলআরএস) হিসেবে পরিচিত। এগুলো ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছুতে পারে।

এছাড়াও এই প্যাকেজে রয়েছে ১৬টি ১০৫ মিলিমিটার হাওইটজার, ৩৬,০০০টি ১০৫ মিলিমিটার হাওইটাজার এর গোলা, ইউক্রেনের বাহিনীকে নজরদারি ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করতে ১৫টি স্ক্যানঈগল ড্রোন, এবং “রুশ রাডার খুঁজে বের করে তা ধ্বংস করতে” ইউক্রেনের জঙ্গিবিমানগুলোর ব্যবহারের জন্য হাই-স্পিড অ্যান্টি রেডিয়েশন মিসাইল (হার্ম বা এইচএআরএম)।

নতুন এই প্যাকেজের আরেকটি অংশ হল ইউক্রেনের সাঁজোয়া-বিরোধী সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা। এর জন্য প্যাকেজটিতে রয়েছে ১,০০০টি টিউব-উৎক্ষেপিত, অপটিক্যালি ট্র্যাকড, ওয়্যারলেস গাইডেড ক্ষেপণাস্ত্র, যেগুলো টো (টিওডব্লিউ) ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। এছাড়াও ১,০০০টি জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র এবং সাঁজোয়া বিধ্বংসী রাইফেলের গুলিও রয়েছে এই প্যাকেজে।

ঐ কর্মকর্তা জানান যে, এর বাইরেও যুক্তরাষ্ট্র আরও ৫০টি হামভি এবং মাইন অপসারণের যন্ত্রপাতি ও ব্যবস্থা সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে ৪০টি ম্যাক্সপ্রো ক্ষেপনাস্ত্র প্রতিরোধক অ্যামবুশ প্রোটেকটেড যান, যেগুলো এমআরএপি হিসেবে পরিচিত। তথ্য সূত্র আরটিভি নিউজ।