News update
  • Debt rescheduling cycle fuels inflation: Dr Farashuddin     |     
  • Births, marriages hit lowest level since 2013 in Germany     |     
  • Kenya floods death toll rises to 188 as heavy rains persist      |     
  • No alternative to press freedom to ensure democracy: Speakers     |     

মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-02-04, 1:51pm

resize-350x230x0x0-image-210405-1675486361-63d67e3c542e5867f06c1847568f2b9e1675497111.jpg




ভারতের মুম্বাইয়ে ফের জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। এরপরই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি এক ব্যক্তি নিজেকে তালেবান ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ'র কাছে ইমেইল করে হামলার হুমকি দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ইমেইল প্রেরকের আইপি ঠিকানা খতিয়ে দেখছে সাইবার সেল। তবে, ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ইচ্ছাকৃতভাবে এই মেইল পাঠিয়েছে।

এর আগে, বেশ কয়েকবার মুম্বাইয়ে বোমা হামলার হুমকি এসেছিল।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। তথ্য সূত্র  আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, জি নিউজ, আরটিভি নিউজ।