News update
  • Pakistan claims it has shot down five Indian fighter jets and a drone     |     
  • India says its strikes are of non-escalatory nature: BBC summary      |     
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     
  • Indian Airstrikes Kill 8 in Pakistan, Mosques Hit     |     
  • Israeli crimes escalate, Gaza faces catastrophic situation     |     

যুক্তরাজ্যঃ রাশিয়ায় ইরান নির্মিত ড্রোনের সরবরাহ কমেছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-02-26, 8:37am

01000000-0aff-0242-0f2c-08db1710b3a4_w408_r1_s-cd738518021a302dfbdd9f63226f0f0c1677379050.jpg




যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক তাদের দৈনিক হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে শনিবার জানিয়েছে, রাশিয়ার হাতে থাকা, ইরানে নির্মিত একবার আক্রমণে সক্ষম চালকহীন আকাশযান বা ওডব্লিউএ-ইউএভি ড্রোনের সরবরাহ হ্রাস পেয়েছে।

মন্ত্রকটি আরও জানায়, ১৫ ফেব্রুয়ারির “আশেপাশের সময়” থেকে শুরু করে এখন পর্যন্ত নতুন করে ইউক্রেনে এ ধরনের আকাশযান ব্যবহারের কোনো খবর পাওয়া যায়নি।তবে, জানুয়ারির শেষের দিক থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ২৪ ড্রোন ভূপাতিত করার নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছিলো।

যুক্তরাজ্যের মন্ত্রক জানায়, “বছরের প্রথম কয়েক দিনে অসংখ্য ড্রোন ধ্বংস করা হয়”।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক আরো জানায়, নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে অত্যন্ত খারাপ রেকর্ড থাকা সত্ত্বেও, ইউক্রেন খুব সম্ভবত এ ধরনের আরও মনুষ্যবিহীন যান সংগ্রহ করতে চাইবে।

মন্ত্রকের প্রতিবেদন মতে, “রাশিয়া এগুলোকে গুরুত্বপূর্ণ টোপ (ডিকয়) হিসেবে দেখে। এগুলোর মাধ্যমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজর অন্যদিকে সরিয়ে নেওয়া যায় এবং রাশিয়ার অপেক্ষাকৃত বেশি উপযোগী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে নির্বিঘ্নে আঘাত হানতে পারে”।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর ১ বছর পর শুক্রবার হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছে যে পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, আরও ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনকে অবকাঠামোগত সহায়তা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রক, ইউএসএআইডি ও ট্রেজারি বিভাগের সমন্বিত উদ্যোগে ইউক্রেনকে ১ হাজার কোটি ডলার সহায়তা দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে, ইউক্রেনের জন্য বাজেট সহযোগিতা এবং রুশ হামলায় দুর্দশাগ্রস্ত ইউক্রেনীয়দের জন্য বাড়তি জ্বালানি সহযোগিতা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক শুক্রবার আরও ৬০ শীর্ষ রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেনে রুশ হামলার প্রথম বার্ষিকীকে স্মরণ করে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ক্যাবিনেট মন্ত্রী, আঞ্চলিক নেতা ও দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনাকারী ৩টি প্রতিষ্ঠান।

এছাড়া, যুক্তরাষ্ট্র আরও বৃহত্তর পরিসরে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় রয়েছে, যারা মস্কোকে রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।