News update
  • Upazila polls: 2nd phase voting underway in several districts     |     
  • 6.0-magnitude earthquake jolts Japan's Ogasawara Islands: JMA     |     
  • Rain, thunder showers likely over 8 divisions, says BMD     |     
  • ICC prosecutor for arrest of Netanyahu, Gallant, Haniyeh     |     
  • Israeli operation displaces over 800,000 Palestinians in Rafah - UN     |     

ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ, সৌদি আরবের অস্বীকার

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-04-16, 11:42pm

idsisofeso-b4d4efe7c1019a4f04f10b79f8a734f61713289493.jpg




ইসরায়েলে ইরানে হামলার বিষয়টি আগেই জানতে পেরেছিল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলা না করার জন্য আহ্বানও জানান। তবে, শেষ রক্ষা হয়নি। নজিরবিহীন হামলা চালায় ইরান। ইসরায়েলে ইরানের হামলার তথ্য সৌদি আরব ফাঁস করে দিয়েছে বলে গতকাল থেকে বেশ আলোচনা হচ্ছে। তবে, সেই অভিযোগ নাকচ করে দিয়েছে রিয়াদ। খবর আল-আরাবিয়া ও আরব নিউজের।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যমে সৌদি আরবের সরকারি একটি ওয়েবসাইটের বরাত দিয়ে ওই খবর প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ইরানের আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা জোটে অংশ নিয়েছে সৌদি আরব।

ওই ওয়েবসাইটে আরও বলা হয়, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সৌদি আরব নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। পাশাপাশি দেশটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জর্ডান, যুক্তরাজ্য ও ফ্রান্সের সমন্বয়ে গঠিত সামরিক জোটকেও হামলা প্রতিরোধে সহযোগিতা করেছে।

এমন দাবির বিরুদ্ধে সৌদির একাধিক সূত্র জানিয়েছে, ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে সৌদির সহযোগিতার বিষয়ে যে ওয়েবসাইটের বরাত দিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে, আসলে সৌদি আরবের এমন কোনো সরকারি ওয়েবসাইটই নেই।

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আরাবিয়া এক প্রতিবেদন বলছে, একটি সূত্র সোমবার তাদের জানিয়েছে, শনিবার গভীর রাতে ইসরায়েলে ছোড়া ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসে সৌদি আরব অংশ নেয়নি। এনটিভি