News update
  • Metro rail services disrupted for power fault, passengers suffer     |     
  • UN Security Council condemns Jammu and Kashmir terror attack     |     
  • 250,000 mourners pay last respects to Pope Francis in 3 days      |     
  • US Restructuring Plan May Include World Bank, IMF & UN Agencies     |     
  • AL-BNP clash leaves over 50 injured in Habiganj     |     

হিজবুল্লাহর শতাধিক রকেট লঞ্চার ধ্বংসের দাবি ইসরাইলের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-09-20, 8:35am

dd7eaac44bcc7c1f4236dda33421334da5b1b95b598b77e7-2de00a75c72d777adf813e9184baa1b81726799757.jpg




ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে তেল আবিব। হামলায় হিজবুল্লাহর ১০০টির বেশি রকেট লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে,ইসরাইলি যুদ্ধবিমানগুলো জেজিন এলাকার মাহমৌদিয়া, কাসার আল-আরুশ এবং বিরকেট জাব্বুর শহরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনটি অজ্ঞাতনামা লেবাননের নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়,  গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের সময় থেকে এটি সবচেয়ে তীব্র বোমা হামলা।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর ১০০টির বেশি রকেট-লঞ্চার সেই সঙ্গে অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। তবে এই হামলায় এখনও কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।

বৃহস্পতিবার একটি বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট বলেছেন সীমান্তে হিজবুল্লাহর হামলার ভয়ে যেসব বাসিন্দা বাস্ত্যুচুত হয়েছেন তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনে সামরিক হামলা বাড়াবে তারা।

এর আগে বৃহস্পতিবার সকালে এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন চলতি সপ্তাহে লেবাননে হিজবুল্লাহর ব্যবহার করা পেজার এবং ওয়াকিটকি আক্রমণের মধ্য দিয়ে ‘সমস্ত রেড লাইন’ অতিক্রম করেছে ইসরাইল।

ওই হামলার পেছনে ইসরাইলকে দায়ী করে তাদের বিরুদ্ধে  প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দেয় লেবানন।  সময় সংবাদ।