News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

লেবাননে রাতভর ইসরাইলের বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

আল-জাজিরা সংঘাত 2024-10-03, 8:13am

5ace68358c2ce9525daa4758ed5a248240dc3fc37f89c343-a8c98a2dfe9d413671223456e4880f4e1727921592.png




লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। 

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনী বলছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

ইসরাইলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরাইলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

এছাড়া, ইসরাইল গাজায় আক্রমণ জোরদার করেছে। এতে একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলোতে পৃথক হামলায় কয়েক ডজন নিহত হয়েছেন।