News update
  • Aid blockade into second month: Misery deepens for Gazans     |     
  • UN peacekeeping challenged as conflicts and ceasefires grow more complex     |     
  • IG of Police warns against vandalism, orders arrest     |     
  • NBR to chase TIN holders who fail to submit tax returns     |     
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত     |     

নাফ নদীর ওপারে বিস্ফোরণের বিকট শব্দ, আকাশে যুদ্ধবিমানের চক্কর

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-10-14, 8:37pm

5383023429ffd16404f1648557c22d3bfe101e34863d3612-6c5ff384f0376d1b525ae709298f703e1728916631.jpg




মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে এক সপ্তাহ বিরতির পর নাফ নদীর ওপারে মংডু শহর ঘিরে তুমুল লড়াই চলছে। সারাদিন মিয়ানমারের আকাশে যুদ্ধ বিমানের চক্কর দিতে দেখা যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

সোমবার (১৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান কক্সবাজারেরর টেকনাফ সীমান্তের মানুষ।

টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, সোমবার ভোর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট শব্দে শোনা যায়। মিয়ানমারের মংডু শহর কেন্দ্রিক চলছে এই গোলাগুলি। সারাদিন মিয়ানমারের আকাশে চলে যুদ্ধবিমানের চক্কর। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ, আরাকান আর্মির পাল্টা হামলা আবারও তীব্র হয়েছে।

সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, ‘টানা এক সপ্তাহ পর সোমবার ভোর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে টেকনাফের সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।’ এনটিভি নিউজ।