News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মিয়ানমারে কৌশলগত ঘাঁটি দখল নিয়েছে বিদ্রোহী যোদ্ধারা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-02-04, 7:36am

img_20250204_073423-cc44a22335442cfe86439349e5ac70e21738633008.jpg




মিয়ানমারের জান্তা বাহিনীর কৌশলগত মায়ে পালে ঘাঁটি দখল করে নিয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা।

সোমবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মিয়ানমারে গত শনিবার মন রাজ্যের বেলিন টাউনশিপে কৌশলগত এই ঘাঁটিটি দখলে নেওয়ার সময় ২৯ জান্তা সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরাবতির প্রতিবেদনে বলা হয়, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), বামার পিপলস লিবারেশন আর্মি (বিপিএলএ) এবং ফোর্স ফর ফেডারেল ডেমোক্রেসি (এফএফডি)-এর যোদ্ধারা দেশটির প্রাচীনতম জাতিগত বিপ্লবী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কেএনএলএর নেতৃত্বে ছিল।

এফএফডির একজন মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন, এক মাসের লড়াইয়ের পর তারা ওই ঘাঁটিটি দখলে নিতে সক্ষম হন। ব্যাটালিয়ন কমান্ডার কো অং অংসহ জান্তা সরকারের ২৯ সেনাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জান্তা বিমান হামলা এবং সুবিধাজনক ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ঘাঁটিটি দখল করতে আমাদের সমস্যা হয়েছিল। কিন্তু আমরা সমস্যা কাটিয়ে উঠেছি।

বিপিএলএ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রতিরোধ যোদ্ধারা ঘাঁটিতে হামলা চালাচ্ছে এবং জান্তা বাহিনীর সদস্যদের টেনে-হিঁচড়ে বের করে আনছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতিকে এফএফডি জানিয়েছে, তাদের নিজস্ব এক সেনা ও কেএনএলএর এক যোদ্ধাও প্রাণ হারিয়েছেন এই লড়াইয়ে।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে কেএনএলএর নেতৃত্বাধীন যৌথ বাহিনী কারেন রাজ্যের ম্যানেরপ্লা অঞ্চলটি পুনর্দখল করে। ৩০ বছর আগে এই অঞ্চলটিতে কেএনইউ-এর সদর দপ্তর অবস্থিত ছিল।