News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের, গাজার যুদ্ধবিরতি নড়বড়ে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-02-19, 8:44am

gaza_0-4ecf79d159bbcec582d202f75cbcd3d71739933074.jpg




লেবাননের সাইদা শহরে ড্রোন হামলা চালিয়ে হামাসের এক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। এই হামলার মধ্যেই গাজা ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা চলছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা নতুন করে সংঘাত উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই যুদ্ধবিধ্বস্ত গাজা শাসন করবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানান, যেখানে গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্যত্র সরিয়ে দেওয়া এবং ‘একটি ভিন্ন গাজার’ সৃষ্টির কথা বলা হয়েছে।

এদিকে, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে এবং ইসরায়েলি আলোচকরা কায়রোর উদ্দেশে রওনা দিয়েছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে পৌঁছেছেন। এর আগে তিনি ইসরায়েলে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন।

মার্কো রুবিও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ নিয়ে যে কোনো চুক্তিতে অবশ্যই ‘আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে হবে’।

অন্যদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে প্রায় এক হাজার নতুন বসতি নির্মাণের জন্য একটি দরপত্র আহ্বান করেছে, যা এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ২৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১১ হাজার ৬৯৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, সরকারের মিডিয়া অফিস নিহতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ জন বলে জানিয়েছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনিকে মৃত হিসেবে ধরা হয়েছে।