News update
  • Exporters to import duty-free raw materials: NBR Chairman     |     
  • Gaza aid flotilla activists say second boat hit by suspected drone     |     
  • Shibir-backed candidates win top DUCSU posts with big margin     |     
  • Female dorm Ruqayyah Hall comes up for Shibir this time      |     
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, বহু হতাহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-08-17, 7:51pm

3f1b1f699d556cc69a8c9940d151925b15dd132b958b4150-435f68424f9a1dc50dbb21fa0fe587a81755438715.jpg




যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।

প্রতিবেদন মতে, রোববার (১৭ আগস্ট) ভোরে নিউইয়র্কের ক্রাউন হাইটস এলাকার টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়। একাধিক বন্দুকধারী রেস্তোরাঁ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনই পুরুষ। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি। আনুমানিক ভোর ৩টা ২৭ মিনিটে গুলি চালানো হয়। হামলার পরপরই আটজন আহতকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা হয়নি এবং কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ কর্মকর্তা টিশ বলেন, ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউয়ের ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। 

এছাড়া ইস্টার্ন পার্কওয়ের কোণে একটি পৃথক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তদন্তকারীরা বলছেন, আগ্নেয়াস্ত্রটি গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত হয়ে থাকতে পারে।

টিশ বলেন, এ ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল। তিনি আরও বলেন, পুলিশ এখনও তদন্ত করছে এবং কেউ আটক হয়নি। তার কথায়, ‘আজ সকালে ঘটে যাওয়া এটা একটা ভয়াবহ ঘটনা এবং আমরা কী ঘটেছে তা তদন্ত করে দেখব।’