নব্বইয়ের দশকের জননন্দিত অভিনেতা সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। টেলিভিশন নাটক দিয়ে অভিনয়জীবন শুরু হলেও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি তার একটি দুর্লভ ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে জানিয়েছেন তার স্বপ্ন ও জীবনের কথা।
স্বপ্নের নায়কের ভিডিওটি প্রকাশ পেয়েছে কৃতাঞ্জলীর ফেসবুকে পেজে। সেখানে তিনি অবলিলায় কথা বলেছেন চলচ্চিত্রে আসার সেই গল্পগুলো। তিনি জানিয়েছেন, কখনও তার ইচ্ছা ছিল না সিনেমাকে পেশা হিসেবে নেয়ার।
সেই ভিডিওতে সালমান শাহকে বলতে শোনা যাচ্ছে, পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতে করতেই তিনি মডেলিং শুরু করেন। তারপর অডিশনে পাস করে নাটকে অভিনয় করতে থাকেন। কিন্তু তখন পর্যন্তও সিনেমায় আসার কথা তিনি ভাবেননি।
তিনি আরও বলছিলেন, একদিন পরিচালক সোহানুর রহমান সোহান ভাই আমাকে ফোন করেন। নিজের পরিচয় দেন। তখন আমার নিয়মিত একটা বিজ্ঞাপন টিভিতে প্রচার হচ্ছিল। সোহান ভাই সেটি দেখে আমার সম্পর্কে জানার চেষ্টা করেন। খোঁজখবর নিয়ে একদিন বিকেলে তিনি আমাকে ফোন করেন।’
সেই বিকেলের ফোনের বিষয়ে অভিনেতা বলেন, ‘সোহান ভাই আমার সঙ্গে ছবির বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। আমরা একদিন বসলাম। তিনি আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন। হিন্দি সিনেমা “কেয়ামত সে কেয়ামত” -এর বাংলা করতে চান। তিনি জানান, আমি সিনেমাটি করলে তিনি খুশি হবেন।’
তবে হঠাৎ এই প্রস্তাবের কথা শুনে সালমান শাহ কী করবেন বুঝতে পারছিলেন না। অন্যদিকে এমন প্রস্তাব পেয়ে তিনি খুশিও হয়েছিলেন। কিন্তু পেশা হিসেবে নয় একেবারে শখের বশেই তিনি অভিনয় করেন।
সালমান জানান, যেই সিনেমাটির প্রস্তাব পেয়েছেন সেটি আগেই দেখা ছিল তার। আমির খান আর জুহি চাওলার অভিনয় দেখে অভিভুত হয়েছিলেন তিনি। তখন মনে মনে ভাবেন এমন চরিত্র যদি করতে পারতাম বা এমন কোনো গল্প আমাকে কেউ দিত। অথবা এই ছবিটাও যদি বাংলাদেশে হতো, আমি যদি সেটাতে অভিনয় করতে পারতাম, তাহলে খুব খুশি হতাম। অভিনয় করে আনন্দ পেতাম।
জননন্দিত এই নায়ক বলেন, ‘আমার মনে নাড়া দেয়া সেই স্বপ্ন সোহান ভাইয়ের মুখ থেকে শুনে মনে হচ্ছিল আমার স্বপ্নটা সফল হতে যাচ্ছে কিন্তু কী সিদ্ধান্ত নেব বুঝতে পারছিলাম না।’
তারপর তিনি পরিচালককে বলেন, আগে মা-বাবার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সিনেমার কথা শুনে শুরুতে তারা সেভাবে রাজি হননি। কিন্তু ছেলের উৎসাহ দেখে তারা রাজি হন।
প্রথম সিনেমাতেই ভক্তের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর তিনি হয়ে ওঠেন সবার স্বপ্নের নায়ক। এরপরতো আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনেমা জগতে খুব অল্প সময় পেলেও সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সব কটিই ছিল ব্যবসাসফল। সময় সংবাদ